একটু মনোযোগ দিয়ে জোকসটা পড়বেন.. টিচার ছাত্রকে প্রশ্ন করলো
টিচার: এই আবুল বলতো জনক কয় প্রকার? ( ছাত্র এত সোজা প্রশ্ন শুনে দাঁত কেলিয়ে ফটাফট দাড়িয়ে উত্তর দিল )
ছাত্র: স্যার জনক হইলো ২ প্রকার৷ একটা হইলো 'জাতির জনক' আর আরেকটা হইলো 'আশঙ্কাজনক'৷ ( উত্তর শুনে টিচার রেগে গিয়ে )
টিচার: তোর উত্তর হয় নাই৷আরও এক প্রকার জনক আছে৷ আমি তোরে এখন বেত দিয়া পিটাইমু৷আর সেইটা হবে তর জন্য 'বিপদজনক'৷
ছাত্র: স্যার আপনেরটাও হয় নাই৷আরও এক প্রকার জনক আছে৷ আমি এখন খিচ্চা দৌড় দিয়া পলামু৷ আর সেইটা হবে আমার জন্য 'সুবিধাজনক'৷ তখন পাশ থেকে আরেক ছাত্র উঠে বলল স্যার: আরেক প্রকার জনক আছে৷ আপনে যদি দৌড়াইয়া আবুইল্লারে না ধইরা আনতে পারেন, তবে সেইটা হবে আপনার জন্য 'লজ্জাজনক'৷ কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাই না? আর আপনারা এই পোষ্ট পইড়া যদি comment না করেন তবে সেথা হবে আমার জন্য 'অপমানজনক'
huge funny facebook Comments photos. can you easily downlad and enjoy do it.,